অনিরুদ্ধ দাশগুপ্ত

Feb 9, 2020

শুরু হল মালদা জেলা হস্তশিল্প মেলা

Updated: Feb 10, 2020

মালদা জেলা হস্তশিল্প মেলার উদ্বোধন হল রবিবার। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন ময়দানে জেলা হস্তশিল্প মেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বণিকসভার সদস্য সহ অন্যান্যরা।

রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা নিজেদের শিল্পকর্ম নিয়ে মেলার উপস্থিত হয়েছেন। বিভিন্ন নদীর নামকরণে মেলার বিভিন্ন স্টলের নামকরণ করা হয়েছে। বাঁকুড়ার টেরাকোটা, কোচবিহারের মাদুর, দক্ষিণ দিনাজপুরের মুখোশ সহ বিভিন্ন জেলার নামকরা শিল্প নিয়ে মালদা জেলা হস্তশিল্প মেলায় এসেছেন শিল্পীরা। রাজ্য সরকারের এই মেলায় নিজেদের শিল্প তুলতে ধরতে পেরে খুশি বিভিন্ন জেলার শিল্পীরা। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বেলা ২টো থেকে রাত ৯টা অবধি চলবে এই মেলা।