আমাদের মালদা ডিজিট্যাল

Dec 7, 2021

ভোটাভুটিতে অপসারিত হলেন জেলাপরিষদের তিন কর্মাধ্যক্ষ

তলবি সভায় ৪৩-০ ভোটে অপসারিত হলেন জেলাপরিষদের তিন কর্মাধ্যক্ষ। আজ দুপুরে জেলাপরিষদের কনফারেন্স হলে এই তলবি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) বিশ্বজিৎ বারিক, তৃণমূলের বিধায়ক ও জেলাপরিষদ সদস্যরা।

মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী জানান, আজ জেলাপরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু, বনভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার মাহাতো ও জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের বিরুদ্ধে তলবি সভা ছিল। এই তিন কর্মাধ্যক্ষ বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। তাই তাঁদের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। ৪৩-০ ভোটে তিন কর্মাধ্যক্ষকে অপসারণ করা হয়।

বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জানান, তাঁরা এই তলবি সভা বয়কট করেছেন। জেলাপরিষদের সভাধিপতি আসন ফাঁকা রেখে এভাবে অপসারণ করা যায় না।

[ আরও খবরঃ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ মেলেনি বিজেপি বিধায়কদের! ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন