আমাদের মালদা ডিজিট্যাল

Sep 16, 2021

২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, স্পেশাল টিম গঠন করছে মেডিকেল কর্তৃপক্ষ

গত ২৪ ঘণ্টায় মালদা মেডিকেল কলেজে মৃত্যু হল তিন শিশুর। মেডিকেলে এখনও পর্যন্ত শতাধিক শিশু জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভরতি। স্বভাবতই শিশু মৃত্যু নিয়ে জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। যদিও মেডিকেল কর্তৃপক্ষের দাবি, এনিয়ে আতঙ্কিত হওয়ায় কিছু নেই। প্রতি বছরই ঋতু বদলের মরশুমে এমন ঘটনা ঘটে থাকে।

উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্তা সুশান্ত রায় সাংবাদিকদের গতকালই জানিয়েছিলেন, উত্তরবঙ্গের মধ্যে মালদা মেডিকেলেই সবচেয়ে বেশি শিশু বিভিন্ন উপসর্গ নিয়ে ভরতি রয়েছে। গতকাল মালদা মেডিকেলে দুটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে মালদা মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম মঙ্গল ডোম। বয়স ৫ মাস। জানা গিয়েছে, গত ৮ সেপ্টেম্বর জ্বর নিয়ে মালদা মেডিকেলে ভরতি হয় মঙ্গল। শিশুর শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে তাকে ছুটি দেওয়া হয়। বাড়ি যেতেই জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দেয় মঙ্গলের। আবার ওই শিশুকে মালদা মেডিকেলে ভরতি করা হয়। আজ সকালে মৃত্যু হয় ওই শিশুর। যদিও শিশু মৃত্যুর জন্য চিকিৎসা পরিসেবাকে দায়ী করেছেন ওই শিশুর পরিবারের লোকজন। তাদের দাবি, মেডিকেলে মঙ্গলের কোনও চিকিৎসা হচ্ছিল না। চিকিৎসকরা সময়মতো দেখতে আসেননি। এই মুহূর্তে গোটা ওয়ার্ডে প্রচুর বাচ্চা ভরতি আছে। একটি সিটও খালি নেই।

মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, পরিস্থিতি মোকাবিলায় শিশুরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি স্পেশাল টিম তৈরি করা হয়েছে। গোটা বিষয় নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ সচেতন রয়েছে। সাধারণত প্রতিদিনই ৫০-৬০ জন শিশু এখানে ভরতি হয়। এনিয়ে আতঙ্কের কিছু নেই। মূলত ঋতু পরিবর্তনের জন্যই শিশুদের জ্বর, সর্দি-কাশি হচ্ছে। পরিস্থিতি নিয়ে আজ একটি বৈঠক হচ্ছে। তবে আজ কোনও শিশুর মৃত্যুর খবর এখনও তাঁদের কাছে এসে পৌঁছোয়নি।

[ আগের খবরঃ ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন