আমাদের মালদা ডিজিট্যাল

Mar 20, 2023

মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল দুই নাবালক ভাই

নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল দুই ভাই৷ দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে অবশেষে দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার হয়। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে রতুয়া-১ নম্বর ব্লকের বাহারাল গ্রামপঞ্চায়েতের বাখড়া গ্রামে৷ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ।

তলিয়ে যাওয়া দুই ভাইয়ের খোঁজে তল্লাশি চলছে। সংবাদচিত্র।

মৃত দুই ভাইয়ের নাম রৌনক আনসারি (৯) ও ঈশান আনসারি (৮)৷ তাদের বাড়ি বাখড়া গ্রামের মোমিন পাড়ায়৷ রৌনক প্রাথমিক স্কুলের চতুর্থ ও ঈশান তৃতীয় শ্রেণিতে পড়ত৷ বাবা রব্বানি আনসারি পেশায় পরিযায়ী শ্রমিক৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল স্কুল ছুটি থাকায় বেলা ১২টা নাগাদ স্থানীয় এক বন্ধুকে নিয়ে দুই ভাই কালিন্দ্রী নদীতে মাছ ধরতে যায়৷ নদীর জলে নেমে গামছায় মাছ ধরছিল তারা৷ হঠাৎ নদীর চোরা স্রোতে তলিয়ে যেতে শুরু করে তিনজনই৷ সেই সময় ঘাটে থাকা স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে। নদীতে ঝাঁপিয়ে একজনকে উদ্ধারও করেন স্থানীয় বাসিন্দারা।

তবে রৌনক-ঈশানকে উদ্ধার করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবার লোকজন সহ স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রতুয়া থানাতেও। পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দেওয়া হয়। প্রায় ঘণ্টা দুয়েক পর স্থানীয় বাসিন্দারা দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন।

রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,

মৃতদেহ দুটির আজ ময়নাতদন্ত করা হয়েছে। আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন